সাইফকে হারিয়ে সেমি-ফাইনালে শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2018 07:12 PM BdST Updated: 09 Nov 2018 07:12 PM BdST
গাম্বিয়ার ফরোয়ার্ড সেইনে বোজাংয়ের জোড়া গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতে শেখ জামাল। আগামী ২১ নভেম্বর প্রথম সেমি-ফাইনালে শিরোপাধারী আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে সতীর্থের বাড়ানো লব পোস্টের বাইরে মেরে শেখ জামাল সমর্থকদের হতাশ করেন লুসিয়ানো ইমানুয়েল পেরেস। সাত মিনিট পর সলোমন কিংয়ের বাড়ানো ক্রসে গোলরক্ষক বরাবর হেড নেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
২৯তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ জামাল। কিংয়ের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন বোজাং। ৩৫তম মিনিটে আসাদুজ্জামান বাবলু বল বিপদমুক্ত করার আগে তালগোল পাকিয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।
৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট হয় ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামালের। গোলরক্ষক জিয়াউর রহমানকে কাটানোর পর দূরহ কোণ থেকে নিজে শট না নিয়ে পেরেসকে বল বাড়ান বোজাং। গোলমুখ থেকে ক্রসবারের ওপর দিয়ে বল উড়িয়ে মারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পিছিয়ে থাকা সাইফ সমতায় ফেরে দেইনিয়ের আন্দ্রেস করদোবার দারুণ গোলে। ৭১তম মিনিটে ডি বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
পাঁচ মিনিট পর সাইফের সমতার স্বস্তি কেড়ে নেন বোজাং। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা পেরেসের বাড়ানো ক্রস ডিফেন্ডার ইয়াসিন আরাফাত অনেকটা লাফিয়ে উঠে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দূরের পোস্টে থাকা গাম্বিয়ার ফরোয়ার্ড হেডে লক্ষ্যভেদ করেন।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)