রিয়ালে মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ার লক্ষ্য বেনজেমার

রিয়াল মাদ্রিদের হয়ে দুইশ গোলের মাইলফলক ছোঁয়ার পর করিম বেনজেমা ক্লাবের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যের কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 09:53 AM
Updated : 8 Nov 2018, 09:53 AM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে দলকে এগিয়ে দিয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন বেনজেমা। পরে করেন আরও একটি গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে বেনজেমার মোট গোল হলো ৯টি। এর মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগে।

প্রায়ই সমালোচনার মুখে পড়া ফরাসি এই ফরোয়ার্ড মনে করেন, দলে তার দায়িত্ব নিয়ে অনেকেই ভুল বোঝে। তবে সেসব নিয়ে না ভেবে বিভিন্ন উপায়ে দলে অবদান রাখার লক্ষ্যের কথা ক্লাবের ওয়েবসাইটে জানান ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

“ইতিহাস পুনরায় লেখার জন্য আমি ফুটবল খেলি। মাঠে আমি কি করি তা মানুষ কখনও কখনও বোঝে না।”

“মাঠে আমি সতীর্থদের সাহায্য করতে ও আমার সর্বোচ্চটা দিতে যাই। কখনও আমি গোল করি আবার কখনও করি না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, আমরা শিরোপা জিতি।”

“আমি মাঠে নামলে গোল করতে চাই। তবে আমি গোলে অবদান রাখতে, রক্ষণ সামলাতে ও আক্রমণ করতেও আগ্রহী থাকি।”