জেসুসের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির রেকর্ড জয়
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2018 04:23 AM BdST Updated: 08 Nov 2018 05:32 AM BdST
দারুণ এক হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। সঙ্গে জালের দেখা পেলেন দাভিদ সিলভা, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ। তাতে শাখতার দোনেৎস্ককে উড়িয়ে নিজেদের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৬-০ গোলে জেতে ইংলিশ চ্যাম্পিয়নরা। গত মাসে প্রথম লেগে ইউক্রেনের ক্লাবটির মাঠে ৩-০ গোলে জিতেছিল গুয়ার্দিওলার শিষ্যরা।
ত্রয়োদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন সিলভা। ডান দিক থেকে মাহরেজের গোলমুখে বাড়ানো বল ঠিকানায় পাঠাতে একটা টোকারই দরকার ছিল।
২৪তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। স্টার্লিং ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় সিটি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্টার্লিংয়ের একক নৈপুণ্যে করা গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে দুজনের বাধা এড়িয়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।

জেসুসের হ্যাটট্রিক পূরণ করা গোলটি আসে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। সতীর্থের বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে অনেক দূর থেকে নেওয়া শটে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যে পাঠান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
গ্রুপের অন্য ম্যাচে হফেনহাইমের সঙ্গে ২-২ গোলে ড্র করা ফরাসি ক্লাব লিওঁ ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে হফেনহাইম। আর শাখতারের পয়েন্ট ২।
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
-
অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি
-
বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা
-
হেরেও ইউরোপা লিগে ইউনাইটেড
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ