মেসির মুখোমুখি হতে না হওয়ায় খুশি ইন্টার কোচ

বার্সেলোনা দলে লিওনেল মেসি না থাকায় তাদের মোকাবেলা করা তুলনামূলক সহজ ছিল বলে জানিয়েছেন ইন্টার মিলানের কোচ লুচানো স্পাল্লেত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2018, 04:07 PM
Updated : 7 Nov 2018, 04:08 PM

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ পরাশক্তিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ইন্টার। ৮১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। চার মিনিট পর সমতা ফেরান ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি।

গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান মেসি। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে ছাড়াই প্রথম দেখায় কাম্প নউয়ে ইন্টারের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পায় এরনেস্তো ভালভেরদের দল। ফিরতি লড়াইয়ে জয় না পেলেও প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্পাল্লেত্তি জানান, মেসির উপস্থিতিতে আরও শক্তিশালী হয়ে ওঠে বার্সেলোনা।

“আমি মনে করি মেসি অসাধারণ একজন ফুটবলার। বার্সেলোনা দুর্দান্ত একটি দল, এমনকি যদি মেসি না খেলে তবুও।”

“কিন্তু যদি সে খেলে, দলটা আরও শক্তিশালী হয়ে ওঠে। চোটের কারণে মেসি খেলছে না, সেজন্য আমি দুঃখিত। কারণ সে বা অন্য কোনো খেলোয়াড় কেউ চোটে পড়ুক তা আমি চাই না।”

“অবশ্যই যখন আপনি বার্সেলোনার বিপক্ষে খেলবেন, মেসির অনুপস্থিতিতে খেলতে চাইবেন।”

১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার। তিনে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪।