ম্যানইউর জালে গোল করবে রোনালদো, বিশ্বাস ইউভেন্তুস কোচের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2018 04:19 PM BdST Updated: 07 Nov 2018 04:19 PM BdST
ইউভেন্তুসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত গোলের দেখা পাননি প্রতিযোগিতার সর্বকালের সেরা গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগামী ম্যাচে পর্তুগিজ এই তারকা গোল পাবেন বলে বিশ্বাস ইতালির দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির।
ভালেন্সিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় ইয়াং বয়েজের বিপক্ষে গ্রুপের পরের ম্যাচে খেলতে পারেননি গত জুলাইয়ে তুরিনে পা রাখা এই ফরোয়ার্ড। তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে দলের একমাত্র জয়সূচক গোলে অবদান রাখেন পর্তুগিজ এই তারকা।
আল্লেগ্রি আশা করছেন, ঘরের মাঠে ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগে গোলের দেখা পাবেন ৩৩ বছর বয়সী রোনালদো। বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে ইউভেন্তুস।
“বুধবার সে গোল করবে।”
“সে প্রথম ম্যাচে খেলেনি (২৯তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন), দ্বিতীয় ম্যাচেও খেলেনি। সে শুধু একটা ম্যাচ খেলেছিল এবং একটা গোলে অবদান রেখেছিল।”
গ্রুপের তিন ম্যাচের সবকটিতে জেতা ইউভেন্তুস ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪। বুধবার হার এড়াতে পারলেই নক আউট পর্ব নিশ্চিত করবে আল্লেগ্রির দল।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম