
ইন্টারের সঙ্গে ড্রয়ে সবার আগে নকআউট পর্বে বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2018 03:53 AM BdST Updated: 07 Nov 2018 05:20 AM BdST
বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মাথায় দারুণ এক গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন মালকম। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। শেষ দিকের গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
Related Stories
সান সিরোয় মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ে চলতি আসরে সবার আগে শেষ ষোলোয় উঠে গেছে এরনেস্তো ভালভেরদের দল।
গত মাসে কাম্প নউয়ে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
হাতের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা লিওনেলে মেসিকে দলে রেখে চমক দিয়েছিলেন ভালভেরদে। শেষ পর্যন্ত অবশ্য তাকে বেঞ্চেও রাখেননি কোচ।
দলের সেরা খেলোয়াড়কে ছাড়া দারুণ ছন্দে এগিয়ে চলা বার্সেলোনা দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে উসমান দেম্বেলের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। ১০ মিনিট পর ডি-বক্সে ঢুকেই লুইস সুয়ারেসের নেওয়া জোরালো শট ক্রসবার ঘেঁষে চলে যায়।
প্রথমার্ধের বেশ খানিকটা সময় দুদলের খেলাই ছিল এলোমেলো, গতিহীন। অধিকাংশ সময় বল দখলে রেখে মাঝ বরাবর আক্রমণে ওঠার চেষ্টায় ছিল বার্সেলোনা; কিন্তু প্রতিপক্ষের রক্ষণাত্মক ফুটবলের সামনে সুবিধা করতে পারেনি তারা।
বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা বারবার রক্ষণ ভেঙে ভিতরে ঢুকে পড়তে থাকে। ৬০তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা; কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন ইভান রাকিতিচ।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোলের পর মালকমের উচ্ছ্বাস। ইন্টার মিলানের মাঠে ১-১ ড্র করে চলতি মৌসুমের প্রথম দল হিসেবে প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ পরাশক্তিরা। ছবি: রয়টার্স
প্রতিপক্ষের থেকে বল কেড়ে ডান দিকে বাড়ান ফিলিপে কৌতিনিয়ো। আর ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সামনের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের নিচু শটে জাল খুঁজে নেন মালকম।
বার্সেলোনার এগিয়ে যাওয়ার আনন্দের স্থায়ীত্ব ছিল মোটে চার মিনিট। ৮৭তম মিনিটে মাতিয়াস ভেসিনোর শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দুপায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।
গ্রুপের আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর হ্যারি কেইনের শেষ দিকের জোড়া গোলে নাটকীয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি। পিএসভির পয়েন্ট ১।

গ্রুপের আরেক ম্যাচে মোনাকোকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ক্লাব ব্রুজের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ফরাসি ক্লাবটির।
‘সি’ গ্রুপে ঘরের মাঠে পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করা নাপোলি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে।
গ্রুপের অপর ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মাঠে ২-০ গোলে হারা লিভারপুলের পয়েন্টও চার ম্যাচে ৬। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি।
৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রেড স্টারও ভালোমতোই টিকে আছে নক আউট পর্বে ওঠার লড়াইয়ে।
‘ডি’ গ্রুপে ঘরের মাঠে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ৪-১ গোলে জেতা পোর্তো চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর নিজেদের মাঠে গালাতাসারাইকে ২-০ গোলে হারানো শালকে ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা গালাতাসারাইয়ের পয়েন্ট ৪।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- হয়েই গেল বিয়ে
- নাসির-ইমরুলদের দেখে রোমাঞ্চিত নিক্সন
- কোহলি-রাহুলের ব্যাটে রানের পাহাড় টপকাল ভারত
- রুম্পার মৃত্যু ঘিরে রহস্য কাটেনি
- তারাগঞ্জে হচ্ছে দেশের ‘সবচেয়ে বড়’ জুতার কারখানা
- বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোয় যুবতীর মুখে গুলি
- এসএ গেমস: নেপালকে হারিয়ে সোনার লড়াইয়ে শান্ত-আফিফরা
- ‘দেশে রাজনৈতিক ফায়দা হাসিল করতে’ হেগের পথে সু চি
- হরেক রকম পেঁয়াজ, দাম ১০০ থেকে ২৫০
- ফ্লোরিডায় মার্কিন নৌ ঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪