দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ইউভেন্তুস কোচ

সেরি আয় ইউভেন্তুসের অপরাজিত যাত্রা অব্যাহত থাকলেও কাইয়ারির বিপক্ষে খেলোয়াড়দের ছন্দহীনতায় অসন্তুষ্ট কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তার মতে, দলের এমন পারফরম্যান্স যথেষ্ট ভালো নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 04:01 PM
Updated : 4 Nov 2018, 04:01 PM

নিজেদের মাঠে শনিবার ৩-১ গোলে কাইয়ারিকে হারায় ইউভেন্তুস। ম্যাচের ৪২তম সেকেন্ডে পাওলো দিবালার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৬তম মিনিটে সমতায় ফেরে কাইয়ারি। দুই মিনিট পর আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় আল্লেগ্রির দল। শেষ দিকে হুয়ান কুয়াদরাদোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

“আমাদের রক্ষণে উন্নতি করতে হবে কারণ আমরা অনেক গোল হজম করছি। ৮৫তম মিনিটে সমতাসূচক গোল খাওয়ার ঝুঁকিতে পড়ে গিয়েছিলাম আমরা। এভাবে রক্ষণ সামলানো বিরক্তিকর। এ ধরনের পরিস্থিতি এড়াতে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।”

“এটা মোটেও যথেষ্ট ভাল নয়। এমনকি প্রথম গোলের পর আমরা দ্বিতীয় গোল করতে পারলাম না এবং ধীরে ধীরে ম্যাচ থেকে দূরে চলে গেলাম।”

“আমরা সবসময় ধরে নিতে পারি না যে, আমরা দুই বা তিনটি গোল করব।”

সেরি আয় চলতি মৌসুমে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের সংগ্রহ ৩১ পয়েন্ট।