সমতায় শেষ আর্সেনাল-লিভারপুলের জমজমাট লড়াই

পরাজয়ের স্বাদ ভুলতে বসা দুদলের জমজমাট লড়াইয়ে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লিভারপুল। তবে শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2018, 07:25 PM
Updated : 3 Nov 2018, 10:43 PM

এমিরেটস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এই দুই দলের আগের পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে হয়েছিল মোট ২৭টি গোল, যার তিনটিতে জিতেছিল লিভারপুল। শনিবারের ম্যাচেও শুরুতে এগিয়ে যেতে পারতো তারা; কিন্তু রেফারির বিতর্কির সিদ্ধান্তে বেঁচে যায় আর্সেনাল।

১৮তম মিনিটে রবের্তো ফিরমিনোর ফ্লিক পোস্টে লাগার পর ফিরতি বল ছুটে আসা সাদিও মানের পায়ে লেগে জালে জড়ায়। তবে অফসাইডের বাঁশি বেজে ওঠে। টিভি রিপ্লেতে দেখা যায়, পরিষ্কার অনসাইডে ছিলেন সেনেগালের ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর মোহামেদ সালাহর বাড়ানো বল ভার্জিল ভন ডাইক বুক দিয়ে নামিয়ে গোলরক্ষক বরাবর ভলিতে সুযোগ নষ্ট করেন। বিরতির ঠিক আগে এই ডাচ ডিফেন্ডারের লাফিয়ে নেওয়া হেড পোস্টে লাগলে ফের বেঁচে যায় স্বাগতিকরা।

৬১তম মিনিটে লিভারপুলের গোলের অপেক্ষা শেষ হয়। বাঁ দিক থেকে মানের শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার।

৮২তম মিনিটে আলেকসঁদ লাকাজেতের নৈপুণ্যে সমতায় ফেরে আর্সেনাল। আলেক্স আইওবির পাস পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড।

এই ড্রয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষে উঠলো লিভারপুল। লিগে এখন পর্যন্ত অপরাজিত দলটির অর্জন ১১ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা সিটি ২৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ১০ ম্যাচ খেলা চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ১১ ম্যাচ খেলা আর্সেনাল। 

দিনের প্রথম ম্যাচে বোর্নমাউথকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।