হাঁটুর চোটে মাঠের বাইরে সিটির ডি ব্রুইনে

হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2018, 03:51 PM
Updated : 2 Nov 2018, 03:51 PM

বৃহস্পতিবার ইংলিশ লিগ কাপে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে চোট পাওয়া বেলজিয়ামের এই প্লেমেকারকে ৮৫তম মিনিটে তুলে নেন কোচ। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বাঁ হাটুর চোটের কারণে পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে।

গত মৌসুমে সিটির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডি ব্রুইনে অগাস্টে এবারের লিগে নিজেদের প্রথম ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন। এই চোট কাটিয়ে গত মাসে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে ফেরেন ডি ব্রুইনে। কিন্তু আবারও ছিটকে গেলেন মাঠের বাইরে।   

এবারের চোটের কারণে আগামী ১১ নভেম্বর লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না ডি ব্রুইনে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন না তিনি।

চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।