চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে ফেভারিট মানছেন ইউভেন্তুস কোচ

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ফেভারিট মনে করছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2018, 03:01 PM
Updated : 4 Nov 2018, 03:53 AM

এ পর্যন্ত গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে বার্সেলোনা, ইউভেন্তুস ও বায়ার্ন মিউনিখ।

বুধবার ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলতে পারে আল্লেগ্রির দল। প্রথম দুই ম্যাচে ভালেন্সিয়া ও ইয়াং বয়েজকে হারানো ইউভেন্তুস গত ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে জোসে মরিনিয়োর দলের বিপক্ষে ১-০ গোলের জয় পায়।

গত জুলাইয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসে যোগ দেওয়ায় অনেকেই এবারের আসরে তুরিনের ক্লাবটিকে এগিয়ে রাখছেন। তবে আল্লেগ্রি মনে করেন, এগিয়ে আছে বার্সেলোনাই।

“এই বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট বার্সেলোনা। কিন্তু আমরা সেরা চারে আছি।”

“আপনাকে সেরি আতে বেশি মনোযোগ দিতে হবে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ চলেই আসে। সেখানে এত বেশি ম্যাচ থাকে না। আর সেগুলোর সবই কঠিন। তাই আমাদের সবসময় মনোযোগ রাখতে হবে।”