ব্রাদার্সকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বিজেএমসি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2018 08:00 PM BdST Updated: 31 Oct 2018 08:00 PM BdST
উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক ভালিয়ানভের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে টিম বিজেএমসি। এ জয়ে ফেডারেশন কাপের সেরা আটে খেলার আশাও বাঁচিয়ে রাখল দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ৩-২ গোলে জেতা বিজেএমসি ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে। প্রথম ম্যাচে বিজেএমসিকে ৩-১ গোলে হারানো সাইফ স্পোর্টিং ক্লাব সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে।
গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ও সাইফ। এ ম্যাচ ড্র হলে সেরা চারে উঠে যাবে সাইফ ও বিজেএমসি। ব্রাদার্স জিতলেও সুযোগ থাকবে বিজেএমসি ও সাইফের। সে ক্ষেত্রে মেলাতে হবে গোল পার্থক্যসহ অনান্য সমীকরণ।
২৬তম মিনিটে স্বদেশি এভারতন সান্তোস সৌজার বাড়ানো আড়াআড়ি ক্রস নিখুঁত শটে লক্ষ্যভেদ করে ব্রাদার্সকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিয়েরা লিমা লিওনার্দো।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভালিয়ানভের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে দিক পাল্টে গোলরক্ষককে বিভ্রান্ত করে জাল খুঁজে নিলে সমতায় ফেরে বিজেএমসি।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুই ব্রাজিলিয়ানের মিলিত প্রচেষ্টায় ফের এগিয়ে যায় ব্রাদার্স। লিওনার্দোর ক্রস ঝাঁপিয়ে পড়ে হেডে লক্ষ্যভেদ করেন সৌজা।
তিন মিনিট পর ডি-বক্সের বাইরে স্যামসন ইলিয়াসুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পান ব্রাদার্সের ডিফেন্ডার খান মোহাম্মদ তারা। ভালিয়ানভের বাঁকানো ফ্রি-কিক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যকে বোকা বানিয়ে ক্রসবারের ভেতরের দিকে লেগে ঠিকানা খুঁজে পেলে স্কোরলাইন ২-২ হয়।
৫৮তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ভালিয়ানভের বাঁকানো শট বিপ্লবের গ্লাভস ছুঁয়ে দূরের পোস্ট দিয়ে জালে ঢুকলে এগিয়ে যায় বিজেএমসি। শেষ পর্যন্ত এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বুধবার প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে শেখ রাসেল ক্রীড়া চক্র।
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি