মেসির নামে পুরস্কার: শিষ্যের ওপরই ছাড়লেন বার্সা কোচ

লিওনেল মেসির নামে লা লিগা কর্তৃপক্ষ একটি পুরস্কারের নামকরণ করতে পারে কি-না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। বিষয়টা তিনি আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের ওপর ছেড়ে দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 10:37 AM
Updated : 31 Oct 2018, 10:50 AM

প্রতি মৌসুমের সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার চালু করে তা মেসির নামে রাখা হলে দারুণ হবে বলে সম্প্রতি জানান লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

নয়বারের লা লিগা চ্যাম্পিয়ন মেসির নামে সম্ভাব্য এ পুরস্কারের বিষয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভালভেরদেরকে প্রশ্ন করা হলে জবাবে তিনি সরাসরি কিছু বলতে চাননি। 

“আমি জানি না। আপনাদের লিও মেসিকে জিজ্ঞাসা করা উচিত। কারণ তারা তার নাম ব্যবহার করবে। আমি জানি না, কি বলা দরকার।”

“হয়তো এটা দারুণ পরিকল্পনা। তবে তা নির্ভর করে মেসি কি ভাবছে তার ওপর। আমি জানি না, এটা ভালো না খারাপ।”

হাতের চোট নিয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন মেসি। বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কোপা দেল রেতে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসার বিপক্ষে খেলবে বার্সেলোনা।