‘আহত রিয়াল ঘুরে দাঁড়াতে মরিয়া’

হুলেন লোপেতেগির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারি জানিয়েছেন, ‘আহত’ খেলোয়াড়রা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 07:27 AM
Updated : 31 Oct 2018, 11:31 AM

বার্সেলোনার কাছে ৫-১ গোলের হারের পর লোপেতেগিকে বরখাস্ত করে রিয়ালের ‘বি’ দলের কোচ সোলারিকে আপাতত দায়িত্ব দেওয়া হয়।

রিয়ালের হয়ে খেলোয়াড় হিসেবে দুটি লা লিগা এবং ২০০১-০২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জেতা সোলারি গত মঙ্গলবার বেনজেমা-ইসকোদের নিয়ে প্রথম ট্রেনিং সেশন করেন। পরে জানান, তার দল জয়ের পথে ফিরতে মরিয়া হয়ে আছে।

“ছেলেরা একটু আহত। কিন্তু তারা পরিস্থিতি বদলে দেওয়ার জন্য সামনের দিকে তাকিয়ে আছে।”

“এটা চ্যাম্পিয়ন এবং কঠোর পরিশ্রম করা খেলোয়াড়দের একটা দল, যারা এই ক্লাবের জন্য অনেক কিছু জিতেছে।”

“এটা সহজতম পরিস্থিতি নয় কিন্তু আমি তাদেরকে বিষয়গুলো বদলে দেওয়ার মেজাজে দেখেছি।”

দীর্ঘ মেয়াদে রিয়ালের দায়িত্ব পাওয়ার আশাও করছেন না সোলারি। মূল দলের অংশ হওয়ার সুযোগটা কাজে লাগানোর দিকেই বেশি মনোযোগী তিনি।

“আমি চেষ্টা করব এবং যা পারি তার সবকিছুই করব; এটা দারুণ একটা সুযোগ; রিয়াল দারুণ একটা দল।”

“মাদ্রিদ আমাদের সবার চেয়ে বড়; আমি শুধু এর অংশ হতে চাই।”

বুধবার কোপা দেল রের ম্যাচ দিয়ে মিশন শুরু হবে ৪২ বছর বয়সী সোলারির।

“আমি আশা করি দলের সবাই মাঠে তাদের সবটুকু দিবে। আমি জেতার জন্য এখানে এবং এটাই মোদ্দা কথা।”