অবশেষে হকির লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

প্রায় পাঁচ মাস ঝুলে থাকার পর বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২০১৮ সালের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। ২০১২ সালের পর লিগের মুকুট ফিরে পেলো দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2018, 03:05 PM
Updated : 30 Oct 2018, 03:05 PM

গত জুনে সুপার ফাইভের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও মেরিনার ইয়াংস। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দফায় দফায় রিভিউ, খেলা বন্ধ থাকার পর শেষ পর্যন্ত ৪৪ মিনিটের পর আর খেলাই হয়নি। ১-১ ড্র নিয়ে ম্যাচ গিয়েছিল ঝুলে।

ম্যাচ ড্র হলেও শিরোপা জিতত মোহামেডান। কিন্তু খেলা শেষ না হওয়ায় এতদিন শিরোপা নিষ্পত্তি হয়নি। নির্বাহী কমিটির সভায় ম্যাচের ফল ড্র ধরেই মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক।

“ম্যাচটা শেষ করার জন্য সেদিন অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু দুই দলের কারণে সেটা সম্ভব হয়নি। সভায় ম্যাচের ফল ১-১ ধরেই টেবিল করা হয়েছে। টেবিল অনুযায়ী মোহামেডান (৪০ পয়েন্ট) চ্যাম্পিয়ন, আবাহনী লিমিটেড (৩৯ পয়েন্ট) রানার্সআপ ও মেরিনার ইয়াংস (৩৭ পয়েন্ট) তৃতীয় হয়েছে।”