মেসিকে ছাড়াই ক্লাসিকো জয় ‘অসাধারণ অর্জন’

নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় জয় পাওয়াকে ‘অসাধারণ অর্জন’ বলে মনে করছেন বার্সেলোনার মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 01:25 PM
Updated : 29 Oct 2018, 01:25 PM

রোববার ঘরের মাঠে রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। লুইস সুয়ারেসের হ্যাটট্রিকের আগে-পরে দলের অন্য গোল দুটি করেন ফিলিপে কৌতিনিয়ো ও আর্তুরো ভিদাল।

সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে ডান হাতে চোট পাওয়া মেসিকে আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ২০০৪ সালে মূল দলে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের অভিষেকের পর প্রথমবারের মতো তাকে ছাড়া রিয়ালকে হারাল বার্সেলোনা। ক্লাবের ওয়েবসাইটে এমন জয়কে খুব বড় সাফল্য বলে মনে করছেন বুসকেতস।

“মেসিকে ছাড়াই ৫-১ গোলের জয় দারুণ একটা অর্জন।”

“সাধারণত আমরা যখন বিপদে পড়ি, লিও আমাদের উদ্ধার করে। কিন্তু আজকে (রোববার) দল এগিয়ে এল।”

রিয়ালের বিপক্ষে জয়ের পর ১০ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে লা লিগার শীর্ষে ওঠা বার্সেলোনার সংগ্রহ ২১ পয়েন্ট।