এমন জয়ের পরও মেসির জন্য আকুতি বার্সার

লিওনেল মেসিকে ছাড়াই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিলেও নিয়মিত অধিনায়কের অভাব ঠিকই বোধ করছেন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। যত দ্রুত সম্ভব দলের সেরা তারকাকে ফিরে পেতে চাইছেন জেরার্দ পিকেও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 11:57 AM
Updated : 29 Oct 2018, 11:57 AM

ঘরের মাঠে ৫-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় ভালভেরদের দল। লুইস সুয়ারেসের হ্যাটট্রিকের আগে-পরে অন্য গোল দুটি করেন ফিলিপে কৌতিনিয়ো ও আর্তুরো ভিদাল।

২০০৪ সালে মূল দলে মেসির অভিষেকের পর প্রথমবারের মতো তাকে ছাড়া রিয়ালকে হারাল বার্সেলোনা। তবে দলের এমন পারফরম্যান্সেও মেসির অভাব পূরণ হচ্ছে না বলে সংবাদ সম্মেলনে জানান ভালভেরদে।

“গত সপ্তাহে সে চোট পাওয়ার পর থেকে আমরা সম্ভবত ভাবছিলাম যে মাঠে কিভাবে এর উত্তর খুঁজে পাব।”

“এর একটাই উত্তর আছে। আপনাকে একটা দল হিসেবে খেলতে হবে। আর সেটাই আমরা করেছি। ফলাফল ভিন্ন কিছু হতে পারত। কিন্তু আমরা আপনাদের এই একটাই উত্তর দিতে পারি।”

“আমরা দলের জন্য আনন্দিত। কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সে ফিরবে, আমাদের জন্য ততই ভালো হবে। কারণ আমরা তার অভাব বোধ করছি। আমরা চাই সে আগামীকালই ফিরুক।”

সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে ডান হাতে চোট পাওয়া মেসিকে আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাকে ফিরে পেতে মরিয়া কোচের সঙ্গে একমত পিকেও।

“যখন আপনার সেরা খেলোয়াড়টি থাকবে না, তখন সবাইকে এগিয়ে আসতে হবে।”

“আমি খুব খুশি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ফলাফল। কিন্তু মেসি যত দ্রুত সেরে ওঠে, ততই মঙ্গল।”