বার্সা কোচের চোখে সুয়ারেসের হ্যাটট্রিক ‘স্বাভাবিক’

লুইস সুয়ারেসের যোগ্যতা বিবেচনা করে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে উরুগুয়ের এই ফরোয়ার্ডের হ্যাটট্রিককে স্বাভাবিক বলেই মনে করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 11:11 AM
Updated : 29 Oct 2018, 11:11 AM

রোববার ঘরের মাঠে রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। সুয়ারেসের হ্যাটট্রিকের আগে-পরে দলের অন্য গোল দুটি করেন ফিলিপে কৌতিনিয়ো ও আর্তুরো ভিদাল।

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলে অবদান রেখেছেন সুয়ারেস। বার্সেলোনা দলে ৩১ বছর বয়সী এই ফুটবলারের গুরুত্ব অনেক বলে জানান ভালভেরদে।

“সেটাই ছিল স্বাভাবিক পরিস্থিতি। গত মৌসুমেও লুইস একই রকম করেছিল।”

“সবাই তার গোল না করা নিয়ে কথা বলছিল। সে অনেক কঠোর পরিশ্রম করে বলে এই ফল।”

“দীর্ঘ মেয়াদে সে এটাই করে। সে আমাদের দলে আছে দেখে আমরা জিতি।”

রিয়ালের বিপক্ষে জয়ের পর ১০ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে লা লিগার শীর্ষে ওঠা বার্সেলোনার সংগ্রহ ২১ পয়েন্ট।