নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ সেরা হয়েছে ম্যাচের বেশিরভাগ সময় দশ জন নিয়ে দারুণ খেলা বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 10:54 AM
Updated : 29 Oct 2018, 01:57 PM

নেপালের আনফা কমপ্লেক্সে সোমবার ২-১ গোলে জেতা বাংলাদেশ টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে তারা।

নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। মেহেদী হাসানের ফ্রি কিকে ইবনে আহাদ শাকিল হেডে জাল খুঁজে নেন।

২১তম মিনিটে সতীর্থের ক্রসে নামাস থাপা মাগার হেড দিতে ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি নেপালের। সাত মিনিট পর রাজন হাওলাদারের শট ক্রসবার ফিরিয়ে দিলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি বাংলাদেশও।

৩৪তম মিনিটে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে গোলরক্ষক মিতুল মারমা লালকার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান জান লিম্বু।

দলের শক্তি কমলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফের এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের কাট ব্যাকে রাজনের নিখুঁত প্লেসিং শট ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা নেপালকে ভালোভাবে আটকে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে মোস্তফা আনোয়ার পারভেজের দল।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় নেপালের কাছে গত আসরে হারের প্রতিশোধ নিতে পারার তৃপ্তির কথা জানান কোচ পারভেজ।

“গত বছর একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমাদের। এই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলেই আমরা নেপালের কাছে ৪-২ গোলে হেরেছিলাম। সেই প্রতিশোধ নেওয়ার অপক্ষায় ছিলাম। খেলার একটা মুহূর্তে আমরা ১০ জনের দলে পরিণত হয়েছিলাম। ওরা সুযোগ কাজে লাগাতে বারবার চাপ দিতে থাকে। সেটা প্রতিহত করে আমরা প্রতিআক্রমণ নির্ভর খেলেছি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যায়।”

“১০ জন হয়ে যাওয়ার পর ওরা আমাদের ওপর চড়াও হয়েছে। আমিও পরিস্থিতি অনুযায়ী ছেলেদের প্রতিআক্রমণ নির্ভর খেলার নির্দেশনা দিয়েছিলাম। ছেলেরা সেভাবে খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।”