রিয়ালের ভাগ্য ফেরাতে আত্মবিশ্বাসী লোপেতেগি

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিব্রতকর হারসহ রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের পুরো দায় নিজের কাঁধে নিচ্ছেন ভীষণ চাপে থাকা হুলেন লোপেতেগি। তবে দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের স্প্যানিশ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 08:58 AM
Updated : 29 Oct 2018, 08:58 AM

রোববার লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে বার্সেলোনার কাছে ৫-১ গোলে উড়ে যায় রিয়াল। এ হারের পর লিগে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লোপেতেগির দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। দলের সব ব্যর্থতার ভার নিজে নিয়ে ঘুরে দাঁড়াতে চান লোপেতেগি।

“এই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে। কিন্তু এই দলের দায়িত্বে থাকার মতো সামর্থ্য আমার আছে। এটা খুব কঠিন আঘাত। কিন্তু আমি জানি সব কিছুই ঘুরে যেতে পারে।”

“একজন কোচ হিসেবে দায়টা আমাকে নিতে হবে। আর দলের উন্নতি করার চেষ্টা করতে হবে। এই মৌসুমে দলের একটা ভবিষ্যৎ আছে; এটা সফল হতে পারে।”

“আমরা সবাই জানি ফুটবলের দুনিয়াটা কিভাবে চলে। আর চূড়ান্ত দায়টা কোচের ওপর বর্তায়। আমি নির্বোধ নই। কিন্তু এখানে আমরা জিতলে সবাই জিতি, হারলে সবাই হারি। এখনও মৌসুমের অনেকটা পথ বাকি।”