মার্সেইয়ের মাঠে পিএসজির জয়

লিগ ওয়ানে দারুণ ছন্দে এগিয়ে চলা পিএসজি আরেকটি জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধের দুই গোলে মার্সেইকে হারিয়েছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 10:01 PM
Updated : 29 Oct 2018, 09:50 AM

প্রতিপক্ষের মাঠে রোববার রাতের ম্যাচটি ২-০ গোলে জেতে পিএসজি। কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান ড্রাক্সলার।

আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের লড়াইটা ছিল বেশ জমজমাট। বিরতির আগে যদিও খুব বেশি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

ম্যাচের প্রথম সুযাগটি পায় মার্সেই। ২৮তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস গুস্তাভোর দূরপাল্লার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় পিএসজি।

প্রথমার্ধের সেরা সুযোগটি যোগ করা সময়ে পায় পিএসজি। আনহেল দি মারিয়ার শট গোললাইন থেকে ফেরান ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যান।

৬১তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিংকে তুলে দারুণ ছন্দে থাকা এমবাপেকে নামান কোচ।

আস্থার প্রতিদান দিতে দেরি করেননি ফরাসি এই ফরোয়ার্ড। মাঝমাঠের আগে থেকে দি মারিয়ার লম্বা করে বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন এমবাপে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্রাক্সলার। বল পায়ে ডি-বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি নেইমার। বল একটু দূর দিয়ে বাইরে চলে যাচ্ছিল, শেষ মুহূর্তে ছুটে এসে দুরূহ কোণ থেকে টোকায় বল জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার।    

১১ ম্যাচের সবকটিতে জেতা পিএসজির পয়েন্ট হলো ৩৩। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মার্সেই।