‘ক্লাসিকোয় বড় হারের দায় খেলোয়াড়দের, কোচের নয়’

প্রতিপক্ষের সেরা খেলোয়াড় খেলেননি চোটের জন্য। তবুও চির প্রতিদ্বন্দ্বী বার্সলোনার সঙ্গে লড়াইও করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিব্রতকর পরাজয়ে কোচ হুলেন লোপেতেগির কোনো দোষ দেখছেন না কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বড় হারের দায় দিয়েছেন খেলোয়াড়দের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 08:04 PM
Updated : 28 Oct 2018, 09:45 PM

রোববার লা লিগার ক্লাসিকোয় উরুগুয়োর ফরোয়ার্ড লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে বার্সেলোনার কাছে ৫-১ গোলে উড়ে যায় রিয়াল। এ হারের পর ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লোপেতেগির দল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচের পাশে দাঁড়ান কাসেমিরো।

“আজ রাতে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আমরা যথেষ্ট ভালো খেলিনি। আমরা আমাদের কোচকে দোষারোপ করতে পারি না। মাঠে খেলোয়াড়রাই সবকিছুর জন্য লড়াই করে, কিন্তু ফল ভিন্ন হয়েছে।”

“আরও কঠিনভাবে দৌড়াতে এবং লড়াই করতে না পারার দায়টা খেলোয়াড়দের। এই দলের হয়ে আপনাকে সর্বোচ্চটা দিতে হবে।”

“আমাদের শান্ত থাকতে হবে। আমরা জানি, আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ের খেলাটা খেলছি না। এটা (আমাদের জন্য) কঠিন একটা মৌসুম হতে যাচ্ছে।”