পগবা-মার্সিয়ালের নৈপুণ্যে ম্যানইউর জয়

ফরাসি দুই ফুটবলার পল পগবা ও অঁতনি মার্সিয়ালের নৈপুণ্যে এভারটনকে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 07:01 PM
Updated : 28 Oct 2018, 07:01 PM

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে স্থানীয় সময় বিকালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জেতে জোসে মরিনিয়োর শিষ্যরা। গত সপ্তাহে লিগে চেলসির মাঠে ২-২ ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইউভেন্তুসের কাছে ১-০ গোলে হেরেছিল ইউনাইটেড।

ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্সিয়াল প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পগবার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি বল ডান পায়ের শটে জালে ঠেলে দেন পগবা।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সিয়াল। পগবার পাস ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড।

৭৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিগুর্দসন। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার সফলতম ক্লাবটির জয়ের পথে বাধা হতে পারেনি তারা।

১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

বার্নলির মাঠে ৪-০ গোলে জেতা চেলসি ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-২ গোলে ড্র করা আর্সেনাল ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।