শেষ ম্যাচে জিতল বাংলাদেশের মেয়েরা

টানা দুই হারে এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে পেয়েছে প্রথম জয়ের স্বাদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 02:03 PM
Updated : 28 Oct 2018, 06:13 PM

দুশানবেতে রোববার প্রাথমিক বাছাইয়ের ‘ডি’ গ্রুপের নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার কাছে হারা বাংলাদেশ পরের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ গোলে হেরে বাছাই থেকে ছিটকে যায়।

তাজিকিস্তানের বিপক্ষে সপ্তম মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয়। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল।

প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তাজিকিস্তান। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথম জয়ের আনন্দে দারুণ খুশি কোচ গোলাম রব্বানী।

“এটা আমাদের মেয়েদের ফুটবলের ঐতিহাসিক মুহূর্ত। এই পর্যায়ে প্রথম জয় পেল বাংলাদেশ। ২০১০ এবং ২০১২ সালে আমরা সব ম্যাচ হেরেছিলাম।”

“আজ আমাদের মেয়েদের জন্য স্মরণীয় মুহূর্ত। এটা দারুণ ফল। এখানে এসে আমরা অনেক কিছু শিখেছি। এই আন্তর্জাতিক পর্যায়ে মেয়েরা যেটা শিখেছে, এটা থেকে তারা লাভবান হবে।”