ক্লাসিকোর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না রিয়াল কোচ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2018 06:20 PM BdST Updated: 28 Oct 2018 06:21 PM BdST
লা লিগায় একের পর এক হারে পয়েন্ট তালিকার আটে আছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাননি ভীষণ চাপে থাকা কোচ হুলেন লোপেতেগি।
রোববার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে লা লিগার ম্যাচে মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।
লিগের শেষ চার ম্যাচে কোনো জয় পায়নি রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ৪৮২ মিনিট গোলহীন থেকে নিজেদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় গোল করতে না পারার বিব্রতকর এক রেকর্ডও গড়েছে লোপেতেগির দল। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারাতে পারেন স্প্যানিশ এই কোচ। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না বলে দাবি করেন লোপেতেগি।
“এ ধরনের গল্প নিয়ে চিন্তা না করার মতো যথেষ্ট আকর্ষণীয় একটা ম্যাচ আমাদের হাতে আছে। এগুলো আমাকে ম্যাচের জন্য প্রস্তুত হতে কোনো সাহায্য করে না।”
এই মৌসুমেই রিয়ালের দায়িত্ব নেওয়া এই কোচ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক পর্যায়ে বলেন, “আমি টিকে থাকার আশা করি। আমি মনে করি না যে আমি মরতে যাচ্ছি।”
লা লিগায় নয় ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। অষ্টম স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ১৪।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল