তিন বিদেশির গোলে চট্টগ্রাম আবাহনীর শুভসূচনা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2018 07:39 PM BdST Updated: 27 Oct 2018 07:39 PM BdST
তিন বিদেশির গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করেছে চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জেতে চট্টগ্রাম আবাহনী। গতবারের রানার্সআপদের হয়ে একটি করে গোল করেন মোমোদু বাহ, মাগালান আওয়ালা ও মুফতা লাওয়াল। রহমতগঞ্জের একমাত্র গোলদাতা রকিবুল ইসলাম।
নবম মিনিটে কিরগিজস্তানের ডিফেন্ডার দানিয়েল নিল আরমা তাগোইয়ের ফ্রি কিকে আবুল বাতেন মজুমদার কমলের ব্যাক হেড প্রথম দফায় হাত বাড়িয়ে আটকানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন রহমতগঞ্জের গোলরক্ষক।
৩৫ তম মিনিটে মাঝমাঠ থেকে লম্বা করে বাড়ানো বল আলতো টোকায় আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন মোমোদু।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে রহমতগঞ্জ। অধিনায়ক ফয়সাল আহমেদের ক্রস ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছোট ডি-বক্সের একটু ওপর থেকে লক্ষ্যভেদ করেন বদলি মিডফিল্ডার রকিবুল।
৬২তম মিনিটে ডি-বক্সের একটু ওপর থেকে আবাহনীর নাইজেরিয়ার ফরোয়ার্ড মাগালানের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে। একটু পর বাঁ দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে মোমোদু লক্ষ্যভ্রষ্ট শটে দলকে হতাশ করেন।
৭২তম মিনিটে আবার এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। মোমোদুর কাট ব্যাক থেকে বল পেয়ে ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে গোল করেন মাগালান। তিন মিনিট পর মোনায়েম খান রাজুর কর্নারে নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়ালের হেড জাল খুঁজে পেলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় চট্টগ্রাম আবাহনীর।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল