‘ক্লাসিকোর লড়াইয়ে ফর্মের গুরুত্ব নেই’

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে পরিসংখ্যান বা ফর্ম খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন লুইস সুয়ারেস। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে চিন্তা করতে রাজি নন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2018, 12:16 PM
Updated : 27 Oct 2018, 12:16 PM

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে রোববার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় লা লিগার ম্যাচে মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় ভীষণ চাপে আছেন রিয়ালের কোচ হুলেন লোপেতেগি। এর মধ্যে লিগে শেষ চার ম্যাচের তিনটিতে হেরেছে তারা, অন্যটি ড্র। তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা।

এ মৌসুমে লা লিগায় নয় ম্যাচে চার গোল করার পাশাপাশি সতীর্থদের চারটি গোলে অবদান রাখা সুয়ারেস অবশ্য এসব নিয়ে ভাবতে চান না।

“আপনাকে দলটির সাম্প্রতিক ফলাফলগুলো বিবেচনায় নিতে হবে, কিন্তু ক্লাসিকো ক্লাসিকোই।”

“আমি মনে করি না যে, কেউ নিজেদের ভালো করা এবং অন্য দলের মানসিক অবস্থা বা সম্প্রতি ভালো না খেলা নিয়ে চিন্তা করবে।”

“এটা এল ক্লাসিকো।”

সুয়ারেসের মতে, প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে লড়াইটা ভিন্ন কিছু।

“অন্য ম্যাচগুলোতে আপনি যতটা নির্ভার থাকেন, এতে ততটা থাকতে পারবেন না। উত্তেজনার মতো উন্মাদনাও অন্যরকম থাকে।”

“কিন্তু আপনি সবসময় যা করেন, সেটাই করার চেষ্টা করতে হবে যেন দল জয় পায়।”