ওজিল-আউবামেয়াংয়ের নৈপুণ্যে লেস্টারকে হারাল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2018 02:51 AM BdST Updated: 23 Oct 2018 03:05 AM BdST
দারুণ ছন্দে এগিয়ে চলা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে। মেসুত ওজিল ও পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে লেস্টার সিটিকে সহজেই হারিয়েছে উনাই এমেরির দল।
এমিরেটস স্টেডিয়ামে সোমবার রাতে লিগের ম্যাচটি ৩-১ গোলে জেতে আর্সেনাল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান ওজিল। পরে তিনি আউবামেয়াংয়ের দুটি গোলেই অবদান রাখেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের এটা টানা দশম জয়। এর আগে সবশেষ ২০০৭ সালে টানা ১০ ম্যাচ জিতেছিল দলটি।

বিরতির আগে ওজিলের দারুণ নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকখানি ছুটে ডান দিকে বেইয়েরিনকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন জার্মান মিডফিল্ডার। ফিরতি বল পেয়ে প্রথম ছোঁয়ায় তার কোনাকুনি শট পোস্টে লেগে জাল খুঁজে নেয়।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার উইলফ্রেডের হেড ক্রসবারের লাগলে বেঁচে যায় আর্সেনাল। কিছুক্ষণ পর তিন মিনিটের ব্যবধানে আউবামেয়াংয়ের জোড়া গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে দলটি। দুটি গোলেই অবদান রাখেন ওজিল।

নয় ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল।
শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।
চেলসি ও টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও আর্সেনালের সমান ২১। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দল। টটেনহ্যামের অবস্থান পঞ্চম।
১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ডলারের তেজ খানিকটা কমল
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা