রিয়াল কোচের পাশে ইসকো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018 10:11 PM BdST Updated: 22 Oct 2018 10:11 PM BdST
রিয়াল মাদ্রিদের টানা বাজে পারফরম্যান্সে ভীষণ চাপে আছেন কোচ হুলেন লোপেতেগি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চাররি হারাতে হতে পারে এই স্প্যানিয়ার্ডকে। কঠিন এই সময়ে কোচের পাশে দাঁড়িয়েছেন ইসকো। স্প্যানিশ এই মিডফিল্ডার মনে করেন, এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে লেভান্তের কাছে ২-১ গোলে হারে রিয়াল। সব মিলিয়ে গত পাঁচ ম্যাচে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির এটি টানা তৃতীয় ও মোট চতুর্থ হার। সব ধরনের প্রতিযোগিতায় ৪৮২ মিনিট গোলহীন থেকে নিজেদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় গোল করতে না পারার বিব্রতকর এক রেকর্ডও গড়ে লোপেতেগির দল।
নিজেদের মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্তোরিয়া প্লজেনের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে কোচের প্রতি নিজেদের আস্থার কথা জানান ইসকো।
“আমি বিশ্বাস করি না যে, রিয়াল মাদ্রিদের একজন কোচকে বরখাস্ত করার ক্ষমতা সংবাদ মাধ্যমের আছে।”
“তার ওপর আমাদের সবার বিশ্বাস আছে। তাকে বরখাস্ত করাটা পাগলামি হবে। তাকে কাজ করতে দিতে হবে।”
“যদি কোচকে বরখাস্ত করতে হয়, তবে আমাদের সবাইকে বরখাস্ত করতে হবে। কারণ আমরাই মাঠে থাকি। এটা সবার বিষয়, শুধু কোচের একার নয়।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল