রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না লোপেতেগি

একের পর এক হারে কোণঠাসা হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। সবশেষ লেভান্তের কাছে হারের পরও ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তা না করার কথা জানিয়েছেন কোচ হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 06:14 PM
Updated : 24 Oct 2018, 11:09 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে ২-১ গোলে হারে স্পেনের সবচেয়ে সফল ক্লাব। সব মিলিয়ে গত পাঁচ ম্যাচে রিয়ালের এটি টানা তৃতীয় ও মোট চতুর্থ হার।

ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ বলেন, “আমার চাকরি? এই মুহূর্তে আমার ভাবনার বিষয়গুলোর মধ্যে এটা একেবারে শেষটা।”

“আমি বিশ্বাস করি, আমরা পরিষ্কারভাবে ম্যাচটি জয়ের যোগ্য ছিলাম। ফুটবল হলো সুযোগ কাজে লাগানোর বিষয়, যে দল বেশি গোল করবে সেই জিতবে।”

নিজেদের মাঠে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্তোরিয়া প্লজেনের মুখোমুখি হবে রিয়াল। ওই ম্যাচেই এখন নজর লোপেতেগির।

“গোল আসছে না। এটার জন্য আমাদের লেগে থাকতে হবে, উদ্বিগ্ন হওয়া যাবে না। দল অনেক কিছুই ভালো করছে।…চ্যাম্পিয়ন্স লিগে আমাদের একটা ম্যাচ আছে। আমাদের ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।”