রিয়ালের গোল খরার রেকর্ড

লেভান্তের কাছে হারের ম্যাচে নিজেদের ইতিহাসে দীর্ঘ সময় গোল খরায় থাকার বিব্রতকর রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 02:22 PM
Updated : 20 Oct 2018, 06:53 PM

নিজেদের মাঠে শনিবার লা লিগার ম্যাচটিতে ২-১ গোলে হারে রিয়াল। এই ম্যাচে সব ধরনের প্রতিযোগিতায় ৪৮২ মিনিট গোলহীন থাকার রেকর্ড গড়ে দলটি।

লেভান্তের বিপক্ষে ম্যাচের ঘড়ির কাঁটা ৫৬ মিনিট হওয়া মাত্রই গোল খরায় নিজেদের আগের ৪৬৪ মিনিটের রেকর্ড ভেঙে ফেলে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।

ম্যাচের শুরুতে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়ালকে ৭২তম মিনিটে একটি গোল এনে দেন মার্সেলো। তা না হলে দলটির গোল খরার রেকর্ড আরও বাড়তো।   

এই ম্যাচের আগে রিয়াল সব শেষ গোল পেয়েছিল ২২ সেপ্টেম্বর এস্পানিওলের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ের ম্যাচে। নিজেদের মাঠে লা লিগায় ওই লড়াইয়ের ৪১তম মিনিটে গোলটি করেছিলেন মার্কো আসেনসিও।  

এরপর সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ, সিএসকেএ মস্কো, দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ চারটির কোনোটাতেই গোল করতে পারেনি রিয়াল। এর মধ্যে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর সঙ্গে গোলশূন্য করে টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। হারতে হয় বাকি তিন ম্যাচে।