আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছে ব্রাজিল: তিতে

শেষ সময়ের গোলে আর্জেন্টিনাকে হারানোর পর ব্রাজিল কোচ তিতে দাবি করেছেন, তার দলই ভালো খেলেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 08:29 AM
Updated : 17 Oct 2018, 08:29 AM

সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবারের প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নেইমারের কর্নার থেকে হেডে জয়সূচক গোলটি করেন মিরান্দা।

দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনার বিপক্ষে সে অর্থে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। তবে তিতের দাবি প্রতিপক্ষের চেয়ে ভালো খেলে যোগ্য দল হিসেবেই জিতেছে তার দল।

“আর্জেন্টিনা গোলের সুযোগ তৈরি করেছিল, জেতার চেষ্টা করেছিল, কিন্তু ব্রাজিল তুলনামূলকভাবে ভালো দল ছিল এবং দলীয় পারফরম্যান্সের পুরস্কার ওই গোল।”

“গোলটা অন্য সময়ে হতে পারত, কিন্তু এটা হলো শেষ মুহূর্তে। দল খেলায় মনোযোগ রেখেছিল। ম্যাচে আমরা যে গুরুত্ব দিয়েছিলাম তার ফল ছিল ওই কর্নার।”

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানো ম্যাচ একমাত্র গোল করে দারুণ খুশি ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।

“প্রথমত দলকে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি। আর আর্জেন্টিনার বিপক্ষে একটা গোল করতে পারা দারুণ ব্যাপার এবং আনন্দের।”