গ্রিজমানের জোড়া গোলে জার্মানিকে হারাল ফ্রান্স
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018 02:56 AM BdST Updated: 17 Oct 2018 03:36 AM BdST
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানির লড়াই দারুণ জমেছিল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ হাসি হেসেছে দিদিয়ের দেশমের দল। শুরুতে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফরাসিরা।
প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের গ্রুপ-১এর ম্যাচটি ২-১ গোলে জিতেছে ফ্রান্স। আলিয়াঞ্জ অ্যারেনায় দুদলের মধ্যে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। প্রথমার্ধে টনি ক্রুস জার্মানিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অঁতোয়ান গ্রিজমান।
প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে তিন দিন আগে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে উড়ে গিয়েছিল ইওয়াখিম লুভের দল।

ছয় মিনিট পর উগো লরিসের দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি জার্মানি। সানে নিজে শট না নিয়ে বল বাড়ান ডান বাঁ দিকে থাকা টিমো ভেরনারকে। জার্মানির এই ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগে ঝাঁপিয়ে বিপদমুক্ত করেন ফ্রান্সের গোলরক্ষক।
৬২তম মিনিটে সমতায় ফেরা গোলের দেখা পায় নিজেদের আগের ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে আসা ফ্রান্স। বাঁ দিক দিয়ে লুকা এরনঁদেজের ক্রসে নিখুঁত হেডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন গ্রিজমান।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে জার্মানি।
বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মধ্যে প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন