গুয়ার্দিওলার কাছে মেসি-রোনালদোর যুগ অনন্য

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সৌজন্যে ফুটবল বিশ্ব সমসাময়িক সময়ে দুই অসাধারণ ফুটবলারের নৈপুণ্যের সাক্ষী হতে পারছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 10:05 AM
Updated : 15 Oct 2018, 10:05 AM

২০০৭ সালে কাকার পর রোনালদো ও মেসির বাইরে ব্যালন ডি’অর জিততে পারেননি আর কেউ। সমান পাঁচবার করে এই পুরস্কার জিতেছেন তারা। দুজনেরই বয়স ত্রিশ পেরিয়েছে। তবে ফুটবল মাঠে ঠিকই ছন্দে আছেন সময়ের অন্যতম সেরা এই দুই ফরোয়ার্ড।

কাম্প নউয়ে মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে গুয়ার্দিওলার। মেসি দলের সবার মাঝে আগ্রাসী মনোভাব তৈরিতে বড় ভূমিকা রাখেন বলে জানান স্প্যানিশ এই কোচ।

“লিও লড়াকু, সাহসী। যা অন্যদের লড়াকু হতে সাহায্য করে। সে হারকে ঘৃণা করে। আর এখনও সে তার শৈশবের মতোই খেলে। বড় ম্যাচে দল যদি তাকে সাহায্য করে, সে পার্থক্য গড়ে দেয়।”

“ক্রিস্তিয়ানোকে নিয়ে আমরা দুইজন অসাধারণ ফুটবলারের সময়ে আছি ও থাকছি।”

“প্রতি মৌসুমে ৫০ গোল করে তারা দশ বছর কাটিয়েছে। এটা অবিশ্বাস্য। এক বছর নয়, এটা বছরের পর বছর।”