শেষ মুহূর্তের গোলে ইতালির নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018 02:49 AM BdST Updated: 15 Oct 2018 03:37 AM BdST
ছন্দ খুঁজে ফেরা ইতালি অবশেষে জয়ের দেখা পেয়েছে। উয়েফা নেশন্স লিগে শেষ মুহূর্তের গোলে পোল্যান্ডকে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পোল্যান্ডের মাঠে রোববার রাতে নেশন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জেতে রবের্তো মানচিনির দল।
প্রতিযোগিতায় ইতালির এটি প্রথম জয়। গত মাসে ইতালির মাঠে দুদলের মধ্যে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মাঠে ১-০ গোলে হেরেছিল মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুটা দুর্দান্ত হতে পারতো ইতালির। তবে প্রায় ২৫ গজ দূর থেকে চেলসি মিডফিল্ডার জর্জিনিয়োর বাঁকানো শট পোস্টে লাগে। ৩০তম মিনিটে আবারও ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় তারা। ফিওরেন্তিনা ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েজার শট পোস্টে বাধা পায়।
৭৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করেন রবের্ত লেভানদফস্কি। মিডফিল্ডার কামিল গ্রোশিটস্কির শট ইতালি গোলরক্ষক জানলুইজি দোন্নারুমা ঠেকানোর পর ফিরতি বল পেয়ে কাছ থেকে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের ভলি ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

সব মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতড়াতে না পারা ইতালির শেষ ১৩ ম্যাচে এটি মাত্র তৃতীয় জয়। আগের জয় দুটি তারা পেয়েছিল আলবেনিয়া ও সৌদি আরবের বিপক্ষে।
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ‘এ’ লিগের গ্রুপ-৩ এর দ্বিতীয় স্থানে আছে ইতালি। আর এই হারের পর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় থাকা পোল্যান্ডের ‘বি’ লিগে অবনমনও নিশ্চিত হয়ে গেছে।
দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা