যুব অলিম্পিকের হকিতে অষ্টম বাংলাদেশ

দারুণ লড়াই করেও অস্ট্রিয়ার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। পেনাল্টি শুট আউটে হেরে যুব অলিম্পিক হকিতে অষ্টম হয়েছে দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 02:43 PM
Updated : 14 Oct 2018, 02:43 PM

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে রোববার স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর শুট আউটে ২-০ গোলে হারে বাংলাদেশ।

প্রথম মিনিটে সারওয়ার শাওনের ফিল্ড গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নেয় সোহানুর সবুজের লক্ষ্যভেদে। পিছিয়ে পড়া অস্ট্রিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সপ্তম ও অষ্টম মিনিটে দুই গোল শোধ করে সমতায় ফেরে।

দ্বিতীয়ার্ধে কোনো দল গোল না পেলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুট আউটে। সারওয়ার ও আরশাদ হোসেন লক্ষ্যভেদ ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভারতের কাছে ১০-০ গোলে হেরে পুল পর্ব শুরু করা বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৪-৩ ও অস্ট্রিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারে।

পরের দুই ম্যাচে কানাডাকে ৫-২ ও কেনিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা চারে ওঠার লড়াইয়ে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৫-০ গোলে হারে দল।

পঞ্চম স্থানের লড়াইয়ে থাকার ম্যাচে পোল্যান্ডের কাছে ৫-৪ গোলে হারের পর সব শেষ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারল দল।