'ব্যালন ডি'অর জেতার সবকিছুই আছে এমবাপের'

কিলিয়ান এমবাপে একদিন ব্যালন ডি'অর জিতবে বলে বিশ্বাস জাতীয় দলে তার সতীর্থ ব্লেইস মাতুইদির। তার মতে, পুরস্কারটি জিততে যা কিছু দরকার এর সবই তরুণ এই খেলোয়াড়ের মধ্যে আছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 11:38 AM
Updated : 14 Oct 2018, 11:38 AM

এবারের ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন এমবাপে। তবে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনায় নেই এই ফরোয়ার্ড।

অল্প বয়সেই পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন এমবাপে। গত মৌসুমে পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। বড় অবদান ছিল রাশিয়া আসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়েও। জেতেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।   

এমবাপে যেভাবে খেলছে তাতে কোনো এক সময় ব্যালন ডি'অর তার হাতে উঠবে বলে বিশ্বাস ইউভেন্তুস মিডফিল্ডার মাতুইদির।

"সে মনোনীতদের মধ্যে আছে, তাই সে এটা জিততে পারে। বয়সে তরুণ হলেও সে দেখিয়েছে, সে অসাধারণ একজন খেলোয়াড়।"

"মাঠে সে যা দেখায় তা দুর্দান্ত। আমরা অনুশীলনেও তা দেখি। তার সঙ্গে কাজ করে আমরা খুব খুশি।"

"আমি কাউকে ফেভারিট বলছি না। কারণ আমি এই গ্রুপের কাউকে শত্রু বানাতে চাই না। সেরা খেলোয়াড়ই জিতুক। তবে এই বছর বা ভবিষ্যতে ব্যালন ডি'অর জেতার মতো সবকিছুই আছে এমবাপের।”