বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জেসুসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2018 04:55 PM BdST Updated: 13 Oct 2018 04:55 PM BdST
রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমে গোলের দেখা পাওয়ায় নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।
শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন জেসুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স সান্দ্রো।
রাশিয়া বিশ্বকাপে দলের প্রতিটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাওয়া ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড কোনো গোল করতে পারেননি। শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে শেষ হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রা। নিজের পারফরম্যান্সের জন্য দারুণ সমালোচনার মুখে পড়েন ২১ বছর বয়সী জেসুস।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে জেসুস বলেন, “অবশ্যই আমি খুব হতাশ ছিলাম। টুর্নামেন্ট থেকে ফিরে আমি মায়ের বাসায় ছিলাম। আমি বাড়িতে আমার পরিবারের সঙ্গে ছিলাম।”
“অবশ্যই, এটা আমার স্বপ্নের মতো প্রতিযোগিতা ছিল না। আমি আরও বেশি কিছু করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে, আমরা বিশ্বকাপ জিততে পারিনি। কিন্তু আমি আশা করি, এখন থেকে সবকিছু ঠিকঠাক হবে। (সৌদি আরবের বিপক্ষে) খেলতে ও গোল করতে পেরে আমি খুশি।”
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন