জেসুস-সান্দ্রোর গোলে জিতল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2018 02:07 AM BdST Updated: 13 Oct 2018 02:44 AM BdST
অসংখ্য আক্রমণের মাত্র দুটি খুঁজে পেল ঠিকানা। সৌদি আরবের রক্ষণ ভেঙে গাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো পেলেন জালের দেখা। তাদের নৈপুণ্যে প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল।
সৌদি আরবে স্বাগতিকদের শুক্রবার রাতে ২-০ গোলে হারিয়েছে তিতের দল। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসুস প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে জাল খুঁজে নেন ইউভেন্তুস ডিফেন্ডার সান্দ্রো।
দ্বাদশ মিনিটে লক্ষ্য প্রথম শট নেন নেইমার। তার সেই চেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক।
২৬তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ছয় মিনিট পর শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।
৪৩তম মিনিটে গোলের অপেক্ষার অবসান ঘটান জেসুস। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস মউরাকে হতাশ করেন সৌদি গোলরক্ষক। এরপর সময় যত গড়িয়েছে অতিথিদের হতাশা তত বাড়িয়েছেন তিনি। আক্রমণগুলো সব যেন খেই হারাচ্ছিল সৌদি আরবের রক্ষণে গিয়ে।
৮৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি আরবের মোহামেদ আল ওয়াইজ। এক জন কমার সুযোগ কাজে লাগায় ব্রাজিল। স্বাগতিকদের চেপে ধরে তিতের শিষ্যরা।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি নেইমার। ষষ্ঠ মিনিটে নেইমারের কর্নার থেকে ইউভেন্তুসের লেফট ব্যাক সান্দ্রোর দারুণ হেড জড়ায় জালে। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর এনিয়ে টানা তিনটি প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল। এর আগে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরা প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস