পেশাদার ফুটবলে বোল্টের প্রথম গোল

পেশাদার কোনো ফুটবল দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে এক প্রীতি ম্যাচে জ়োড়া গোল করেন জ্যামাইকার এই সাবেক অ্যাথলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 04:05 PM
Updated : 12 Oct 2018, 04:05 PM

বোল্টের সাফল্যের দিনে বড় জয় পেয়েছে তার দল। ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যাকার্থার সাউথ ওয়েস্টকে।

শুরুর একাদশে থাকা বোল্ট প্রথম জালের দেখা পান ৫৭তম মিনিটে। সতীর্থের চিপ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আটটি অলিম্পিক সোনাজয়ী এই অ্যাথলেট। মিনিট দশেক পর প্রতিপক্ষের ভুলে ছয় গজের ছোট ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে যান বোল্ট। গোলরক্ষক আগেই বেরিয়ে যাওয়ায় ফাঁকা পোস্টে বল পাঠাতে কোনো সমস্যাই হয়নি তার। গোলের উদযাপন করে অলিম্পিকের সোনা জেতার পরের সেই চেনা ভঙ্গিতে।

২০১৭ সালে ট্র্যাককে বিদায় বলার পর পেশাদার ফুটবলার হওয়াকে নিজের স্বপ্ন বলে জানিয়েছিলেন বোল্ট। এ বছরের অগাস্টে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে যোগ দেওয়ার আগে বুন্ডেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ডসহ কয়েকটি ক্লাবের সঙ্গে অনুশীলনও করেন।

১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের নতুন মৌসুম। তবে এখনও বোল্টের সঙ্গে চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি মেরিনার্স।