'রোনালদোকে ছাড়া কোনো দল সেরা হতে পারে না'

ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই পোল্যান্ডকে তাদের মাঠে হারিয়ে দিয়েছে পর্তুগাল। তবে ইউভেন্তুস ফরোয়ার্ডকে ছাড়া ইউরো চ্যাম্পিয়নরা আগের চেয়ে ভালো দল নয় বলে মনে করেন কোচ ফের্নান্দো সান্তোস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 03:40 PM
Updated : 12 Oct 2018, 03:40 PM

ইউরো জয়ী এই কোচের মতে, বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড ছাড়া কোনো দলই সেরা হতে পারে না।

বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডকে ৩-২ গোলে হারায় ২০১৬ সালের ইউরো জয়ীরা। ম্যাচ শেষে সাংবাদিকদের দলে রোনালদোর অভাব বোধ করার কথা জানান সান্তোস।

"বিশ্বের সেরা খেলোয়াড়কে ছাড়া কোনো দল ভালো হতে পারে না। …ক্রিস্তিয়ানো যখন খেলে তখন সে বাঁ পাশ দিয়ে অনেকটা এগিয়ে যায় এবং গোল পেতে আমাদের আরও বেশি সামর্থ্য দেয়।"

পোলিশদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া পর্তুগাল সমতায় ফিরে আন্দ্রে সিলভার গোলে। বিরতির আগে আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বের্নার্দো সিলভার গোলে ব্যবধান বাড়ায় দলটি। ৭৭তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি পোল্যান্ডের।

ম্যাচটিতে দলের খেলা প্রসঙ্গে সান্তোস বলেন, "আমরা ভালোভাবে শুরু করেছিলাম, বল নিয়ন্ত্রণ করেছিলাম। তবে একটা গোল খেয়ে ফেলি। সময়টা কঠিন হতে পারতো। তবে দল শান্ত থেকে ছন্দ ধরে রাখে।"

"জেতাই পর্তুগালের একমাত্র লক্ষ্য। অফিশিয়াল ম্যাচগুলোর ফল এটাই দেখায়।"

"জয়ের ক্ষুধা ছাড়া আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে পারি না। খুব অল্প সময়ই আমরা বেশি রক্ষণাত্মক থাকি, অন্য সময়ে আমরা আক্রমণাত্মক থাকি। তবে আপনাকে রক্ষণে ভালো করতে হবে। অন্যথায় আপনি জিতবেন না।"