জার্মানির বিপক্ষে এমবাপেকে আশা করছেন দেশম

জার্মানির বিপক্ষে ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 01:41 PM
Updated : 12 Oct 2018, 01:41 PM

মঙ্গলবার জার্মানির মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে বৃহস্পতিবার আইসল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করে দেশমের দল।

২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৬০তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। ৮৫তম মিনিটে তার শট আইসল্যান্ডের ইয়োলফসনের বুকে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরে ফ্রান্স। পাঁচ মিনিট পর সফল স্পট কিকে সমতা ফেরান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এমবাপেকে শুরুর একাদশে না রাখার কারণ জানতে চাইলে সাংবাদিকদের তরুণ ফরোয়ার্ডের চোটের কথা জানান দেশম।

“বুধবার, সে ঊরুর পেশিতে সমস্যা অনুভব করছিল। সে ভালো বোধ করছিল না।”

“আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিলাম না। আর সেও চায়নি। ওয়ার্ম-আপের পর অবস্থা তুলনামূলক ভালো ছিল। সে আগের চেয়ে ভালো বোধ করছিল। এই আধা ঘন্টা মঙ্গলবারের ম্যাচের জন্য উপকারী হবে।”