মেসির অনুপস্থিতিতে দল হিসেবে খেলবে আর্জেন্টিনা

লিওনেল মেসির অনুপস্থিতি আর্জেন্টিনাকে একটা দল হিসেবে খেলতে বাধ্য করেছে বলে মনে করছেন দলটির অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। তবে তিনি আশাবাদী যে দ্রুতই জাতীয় দলে ফিরবেন বার্সেলোনা তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 09:50 AM
Updated : 12 Oct 2018, 09:50 AM

বৃহস্পতিবার সৌদি আরবে ইরাককে ৪-০ গোলে হারায় লাতিন আমেরিকার দেশটি। মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা জাতীয় দলে অনুপস্থিত মেসি। গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর ইরাক ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। স্কালোনি মনে করেন, মেসির অনুপস্থিতিতে ভিন্ন কৌশলের সঙ্গে দলকে মানিয়ে নিতে হবে।

“আমি আশা করি মেসি ভবিষ্যতে থাকবে। সে বিশ্বের সেরা খেলোয়াড়।”

“সে না থাকলে আমাদের একটা দল হিসেবে খেলা উচিত। আমরা একটা দল হয়ে খেললে আমাদের হারানো কঠিন হবে।”