বার্সায় কোচের সঙ্গে সমস্যা নেই ভিদালের

বার্সেলোনার হয়ে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় হতাশ আর্তুরো ভিদাল। তবে এ বিষয়ে কোচ এরনেস্তো ভালভেরদের সঙ্গে কোনো সমস্যা নেই তার। থাকলে তা সরাসরি কোচকে বলতেন বলে জানিয়েছেন চিলির এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 12:31 PM
Updated : 9 Oct 2018, 12:31 PM

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলে জয়ের ম্যাচে ৮৭তম মিনিটে আর্থারের বদলি হিসেবে মাঠে নামেন ভিদাল। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রাগের ইমোজি দিয়ে নিজের হতাশা প্রকাশ করেন গত অগাস্টে বায়ার্ন মিউনিখ ছেড়ে কাম্প নউয়ে আসা এই খেলোয়াড়।

রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষেও শুরুর একাদশে জায়গা পাননি ভিদাল। এই মুহূর্তে চিলির হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মায়ামিতে থাকা ৩১ বছর বয়সী এই খেলোয়াড় সাংবাদিকদের বার্সেলোনায় নিজের অবস্থার কথা জানান।

“আমি খুশি নই। তবে কোচের সঙ্গে যদি আমার কোনো সমস্যা থাকে, আমি সেটা সরাসরি তাকেই বলব।”

“আমি শারীরিকভাবে ঠিক আছি। গত কয়েকটি ম্যাচে আমি একটু বিরক্ত হয়েছি। তবে বিষয়টা এমনই, আমরা লড়াই করা চালিয়ে যাব। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। দেখি কি ঘটে।”