ইতালি দলে নতুন দুই মুখ তোনেল্লি ও পিচ্চিনি

ইউক্রেন ও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ইতালি দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ লরেন্সো তোনেল্লি ও ক্রিস্তিয়ানো পিচ্চিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 12:07 PM
Updated : 9 Oct 2018, 12:07 PM

চোটের কারণে দলে নেই এসি মিলানের ডিফেন্ডার আলেস্সিও রোমানিওলি, ফরোয়ার্ড পাত্রিক কুতরোনে ও ইন্টার মিলানের ডিফেন্ডার দানিলো দামব্রোজিও। 

নিজেদের মাঠে বুধবার প্রীতি ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে ইতালি। চার দিন পর উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের মাঠে খেলতে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ধারে খেলে দ্যুতি ছড়াচ্ছেন তোনেল্লি। গত রোববার আতালান্তার বিপক্ষে দলের জয়সূচক গোল করেন এই সেন্টার-ব্যাক। আর স্পোর্তিং সিপি থেকে জুলাইয়ে ভালেন্সিয়ায় নাম লেখানো রাইট-ব্যাক পিচ্চিনি ক্লাবটিতে এরই মধ্যে নিজেকে ভালোভাবে মানিয়ে নিয়েছেন।

দলে ডাক পাননি দুই স্ট্রাইকার নিসের মারিও বালোতেল্লি ও তোরিনোর আন্দ্রেয়া বেলোত্তি। তবে এই দুই খেলোয়াড়ের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি বলে জানান কোচ রবের্তো মানচিনির।

"বালোতেল্লি ও বেলোত্তি অসাধারণ কোনো সময় পার করছে না। শতভাগ ফর্মে থাকলে তারা জাতীয় দলে ফিরবে।"