বার্সেলোনার বিপক্ষে অনিশ্চিত বেনজেমা

হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ায় বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 09:32 AM
Updated : 9 Oct 2018, 09:32 AM

মেডিক্যাল টেস্টের পর দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের চোটের ব্যাপারটি সোমবার নিজেদের ওয়েবসাইটে জানায় সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি। 

স্পেনের শীর্ষ লিগে গত শনিবার দেপোর্তিভো আলাভেসের মাঠে রিয়ালের ১-০ হারের ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা। ম্যাচ শেষে কোচ হুলেন লোপেতেগি জানান, এই ফরাসির পাশাপাশি দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্যারেথ বেলও চোট পেয়েছেন।   

বেনজেমা কবে নাগাদ ফিরতে পারেন এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি রিয়াল। তবে বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের খবরে জানিয়েছে, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে। সেটা হলে মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে ফিটনেস ফিরে পেতে খুব কম সময়ই পাবেন বেনজেমা। 

২৮ অক্টোবর কাম্প নউয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে খেলতে নামবে রিয়াল।

নতুন কোচ লোপেতেগির অধীনে সময়টা ভালো যাচ্ছে না রিয়ালের। সব ধরনের প্রতিযোগিতায় গত চার ম্যাচের একটিতেও জয় পায়নি দলটি। ম্যাচ চারটিতে কোনো গোলও পায়নি তারা।