এখনও রিয়ালে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন আজার

ভবিষ্যতে চেলসি ছাড়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন এদেন আজার। রিয়াল মাদ্রিদ হতে পারে তার পরবর্তী ঠিকানা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 07:30 PM
Updated : 8 Oct 2018, 07:30 PM

গত দল-বদলের সময়ই চেলসি ছাড়ার আভাস দিয়েছিলেন আজার। পরে অবশ্য জানান, স্ট্যামফোর্ড ব্রিজেই ভালো আছেন তিনি।

ক্লাবটির হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন আজার। লিগ কাপে লিভারপুলের বিপক্ষে করেন জয়সূচক গোল। ইংলিশ প্রিমিয়ার লিগেও ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন বেলজিয়ান ফরোয়ার্ড।

লিগে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ সাত গোল করেছেন আজার।

চেলসির সঙ্গে আজারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালে। তারকা এই খেলোয়াড়কে ধরে রাখার জন্য নতুন চুক্তি করতে আগ্রহী ক্লাবটি।

লিগে রোববার সাউথ্যাম্পটনের মাঠে চেলসির ৩-০ গোলের জয়ের পর নিজের ভবিষ্যত প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আজার।

"সত্যিকার অর্থে আমি বেশ ছন্দে আছি। এই মুহূর্তে আমি ভালো ফুটবল খেলছি।"

"রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। আজ আমি মিথ্যা বলতে চাই না। শৈশব থেকে এটা আমার স্বপ্ন। এই ক্লাব নিয়ে আমি স্বপ্ন দেখতাম। কী ঘটে আমরা দেখব।"

"এটা নিয়ে আমি প্রতিদিন কথা বলতে চাই না। আমার সময় নেই। তবে শীঘ্রই আমরা আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলব। আপনারও যদি কোনো স্বপ্ন থাকে, আপনি তা পূরণ করতে চাইবেন।"