ফিলিপিন্সের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া তাজিকিস্তান

ফিলিপিন্সের কাছে গত তিন ম্যাচেই হেরেছে তাজিকিস্তান। বঙ্গবন্ধু গোল্ড কাপে ফের দেখা হচ্ছে দুই দলের। মরিয়া হয়ে তাজিকিস্তান চাইছে ফিলিপিন্সের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে।

ক্রীড়া প্রতিবেদককক্সবাজার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 03:41 PM
Updated : 8 Oct 2018, 03:41 PM

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বেলা আড়াইটায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বঙ্গবন্ধু গোল্ড কাপের চার সেমি-ফাইনালিস্ট দলের কোচ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় যোগ দিতে পারেননি বাংলাদেশ কোচ জেমি ডে। বাকি তিন কোচই জানান সেরা চার নিয়ে তাদের ভাবনা। তাজিকিস্তান কোচ আলি সের তুখতায়েভ জানালেন প্রস্তুতি ভালো হওয়ার কথা।

“আমরা সবাই প্রতিপক্ষ সম্পর্কে সচেতন। আমরা তাদের শক্তি সম্পর্কে জানি কিন্তু আমরা ফাইনালে উঠতে চাই। এজন্য আমরা নিজেদের সর্বোচ্চটা দিব। আশাকরি মজার একটা ম্যাচ হবে। সেমি-ফাইনালের আগে চার দিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়ায় ভালো হয়েছে আমাদের।”

লাওস ও বাংলাদেশকে হারিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে এসেছে ফিলিপিন্স। তাজিকিস্তানকে টানা তিনবার হারের স্বাদ দিলেও দলটি টিম ম্যানেজার জোসেফ মালিনে অবশ্য সতর্ক।

"তাজিকিস্তান ভালো দল। এশিয়ান কাপের বাছাইয়ে আমরা তাদের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি; তাদেরকে হারিয়েছি। তারা আমাদের কাছে নতুন প্রতিপক্ষ নয়। তবে তারাও আমাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে। আমি মনে করি ম্যাচে দারুণ লড়াই হবে।"

আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ফিফার র‌্যাঙ্কিং অনুযায়ী টুর্নামেন্টে সবার চেয়ে এগিয়ে থাকা দল ফিলিস্তিন। দলটির কোচ অবশ্য বরাবরের মতোই বঙ্গবন্ধু গোল্ড কাপকে এশিয়ান কাপের প্রস্তুতির উপলক্ষ্য বলে জানালেন।

"এই প্রতিযোগিতা আমাদের জন্য এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ভালো দল। আসলে র‌্যাঙ্কিং ফুটবলে কোনো বিষয় নয়। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।"

বাংলাদেশ কোচ জেমি অবশ্য হঠাৎ করে অসুস্থ হওয়ায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি। টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান বুকে অস্বস্তি বোধ করায় কোচকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রাত ৮টা পর্যন্ত কোচ ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন।

"কোচ অসুস্থ বোধ করায় তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। প্রাথমিক রিপোর্টে তার হৃদকম্পন একটু বেশি হওয়ার বিষয়টা ধরা পড়ে। একটু আগে ইসিজি রিপোর্ট পেয়েছি। আগের চেয়ে অবস্থা ভালো। আরও দুই ঘণ্টা পর আবারও ইসিজি করা হবে। তখন রিপোর্ট ভালো হলে তিনি হোটেলে ফিরবেন।"