সমালোচকদের একহাত নিলেন পিকে

ভালেন্সিয়ার সঙ্গে দলের ড্রয়ের পর সমালোচকদের একহাত নিয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 02:22 PM
Updated : 8 Oct 2018, 02:37 PM

লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। জয় নেই টানা চার ম্যাচে। সবশেষ রোববার রাতে ভালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি।

আশানুরূপ হচ্ছে না বার্সেলোনার সেন্টার-ব্যাক পিকের পারফরম্যান্সও। গত মাসে লেগানেসের মাঠে দলের ২-১ গোলের হারের ম্যাচে একটি ভুল করেছিলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। ভালেন্সিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া গোলেও তার দায় ছিল। কর্নার থেকে উড়ে আসা বল পিকে বিপদমুক্ত করতে হলে ব্যর্থ হলে গোল খেয়ে যায় বার্সেলোনা।

লিওনেল মেসির গোলে অবশ্য প্রথমার্ধেই সমতায় ফেরে বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা আর মেলেনি।

ম্যাচ শেষে সমালোচকদের প্রসঙ্গে পিকে বলেন, "আমি জানি, অনেক মানুষ আছে যারা আশা করছে, বিষয়গুলো আমার ক্ষেত্রে যেন ভালো না যায়।"

"তারা এটাকে উপভোগ করতে পারে। তাদের উচিত গর্ত থেকে বের হয়ে সূর্যটাকে উপভোগ করা।… আমরা কোনো গোল খেলেই আমার দোষ হয়ে যায়। অনেক মানুষ আছে যারা আমার জন্য অপেক্ষা করছে।”