ফ্রান্সের শীর্ষ লিগে টানা জয়ের রেকর্ড পিএসজির

অলিম্পিক লিওঁকে ঘরের মাঠে উড়িয়ে দিয়ে দারুণ এক রেকর্ড গড়েছে পিএসজি। প্রথম দল হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগে মৌসুমে নিজেদের প্রথম নয় ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 09:28 AM
Updated : 8 Oct 2018, 09:28 AM

রোববার লিগ ওয়ানের ম্যাচটিতে ৫-০ গোলে জয় পায় পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ১৩ মিনিটের মধ্যে চার গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের শীর্ষ লিগে মৌসুমের শুরুতে টানা জয়ের আগের রেকর্ডটা ৮২ বছরের পুরোনো। ১৯৩৬-৩৭ মৌসুমে টানা আট ম্যাচে জয় পেয়েছিল অলিম্পিক লিলোয়া।

লিওঁর বিপক্ষে জয়ে আরও কিছু রেকর্ড সঙ্গী হয়েছে পিএসজির। দলটির বিপক্ষে ফ্রান্সের শীর্ষ লিগে এত বড় জয় এর আগে আর কখনোই পায়নি তারা।

পিএসজির নয় জয়ের পাঁচটি এসেছে ঘরের মাঠে। বাকি চারটি প্রতিপক্ষের মাঠে। এ সময়ে ৩২টি গোল করেছে দলটি।

ফরাসি চ্যাম্পিয়নদের সামনে এখন ইউরোপীয় রেকর্ড গড়ার হাতছানি। মৌসুমের শুরুতে টানা জয়ের ইউরোপিয়ান রেকর্ডটা টটেনহ্যাম হটস্পারের দখলে। ১৯৬০-৬১ মৌসুমে লিগে টানা ১১ ম্যাচ জিতে এই কীর্তি গড়ে লন্ডনের ক্লাবটি। টানা দশটি করে জয় নিয়ে এরপরেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৮৫-১৯৮৬), এএস রোমা (২০১৩-২০১৪) ও বায়ার্ন মিউনিখ (২০১৫-২০১৬)।