চাকরি হারানোর ভয় পাচ্ছেন না রিয়াল কোচ

সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচে কোনো জয়ের দেখা না পাওয়ার পরও রিয়াল মাদ্রিদে নিজের অবস্থান নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 09:05 AM
Updated : 7 Oct 2018, 09:05 AM

লা লিগায় শনিবার ১-০ গোলে দেপোর্তিভো আলাভেসের কাছে হারে রিয়াল।

২০০২ সালের মে মাসের পর এই প্রথম লা লিগায় টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো প্রতিযোগিতার সফলতম দলটি। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হারায় ১৯৮৫ সালের পর প্রথমবারের মতো সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচে গোল করতে পারেনি রিয়াল।

লোপেতেগি আশাবাদী দ্রুতই ছন্দে ফিরবে তার দল। নিজের চাকরি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, “একজন কোচ এ নিয়ে ভাবে না।”

“আমি আপনাদের আরও বলছি যে পরাজয় একটি কঠিন শাস্তি। আমাদের নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের ভাগ্য অনেক খারাপ ছিল। আজ (শনিবার) আমাদের দুইজন খেলোয়াড় চোটগ্রস্ত ছিল। আমরা জানি যে আমরা ভালো মুহূর্তে নেই। কিন্তু এটা অক্টোবর মাস। আর আমরা যত দ্রুত সম্ভব জয়ে ফিরতে চাই।”

“একজন কোচ সব সময় তার দলের ও খেলোয়াড়দের থেকে সর্বোচ্চটা প্রত্যাশা করেন। কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আমি মনে করি যে তারা খুব ভালো মনোভাব নিয়ে হাজির হবে।”